Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে ৩০ হাজার মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ১২:০৫ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ১২:০৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পাকিস্তান সরকার দেশটির ৩০ হাজার মাদ্রাসাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। মাদ্রাসা শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর। 

তিনি জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসাগুলো পরিচালিত হবে। পাঠ্যপুস্তক ও সিলেবাস প্রণয়ন করবে মন্ত্রণালয়। ধর্মীয় ভিত্তিতেই মাদ্রাসা চলবে, তবে কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না।

এছাড়া দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানও মাদ্রাসার আধুনিকায়নের কথা বলেছেন। 

এদিকে, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, পাকিস্তানে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন না করলে জঙ্গিবাদ বাড়বে। মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের উগ্র মৌলবাদের শিক্ষা দেয়া হয় বলেও অভিযোগ করেছে দেশটি।

Bootstrap Image Preview