Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ভুল ভোট দিলে আপনার সন্তান চা-ওয়ালা হতে পারে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০১:৩৫ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০১:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভুল ভোট দিলে ভবিষ্যতে তাদের সন্তানরা চা বিক্রেতা, পকোড়া বিক্রেতা অথবা পাহারাদার হতে পারে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা নবজাত সিধু।

সোমবার (২৯ এপ্রিল) লোকসভা নির্বাচনী প্রচারণায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আক্রমণ করে এক টুইটে তিনি এ মন্তব্য করেন।

টুইটে তিনি ভোটারদেরকে সতর্ক করে দিয়ে বলেন, মোদি যখন গুজরাটে বেড়ে উঠছিলেন তখন তিনি চা বিক্রেতার কাজ করেছিলেন। তিনি এখন নিজেকে চৌকিদার বা দেশের পাহারাদার বলে ডাকেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদি মন্তব্য করেছিলেন, তিনি পাকোড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

লোকসভা নির্বাচনে আমেঠি কেন্দ্র থেকে রাহুল গান্ধীর জয়ের বিষয়ে সিধু জানান, রাহুল যদি হারেন, সিধু নিজেই রাজনীতি ছেড়ে দেবেন।

তিনি বলেন, গত ৭০ বছরে দেশের উন্নতিতে কোনো ভূমিকাই নেই বিজেপির৷ যা কিছু করেছে, তা কংগ্রেস করেছে। সামান্য সুচ থেকে এয়ারক্রাফট আজ দেশে তৈরি হয়। আর এই উন্নয়নের পেছনে রয়েছে কংগ্রেসের অবদান।

এদিন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর প্রশংসা করে সিধু বলেন, জাতীয়তাবাদ যদি কারও থেকে শিখতে হয়, তবে তিনি সোনিয়া গান্ধী। সোনিয়ার জন্যই কংগ্রেস ১০ বছর সুষ্ঠুভাবে দেশ চালাতে পেরেছে।

এর আগে কংগ্রেসের স্টার ক্যাম্পেইনার সিধুকে বিহারে মুসলিম ভোটারদের নিয়ে মন্তব্য করায় ৭২ ঘণ্টার প্রচারণা নিষেধাজ্ঞা দিয়েছিল নির্বাচন কমিশন।

Bootstrap Image Preview