ঢাকা কলেজের একটি ছাত্রাবাসে হঠাৎ একটি সিলিংফ্যান ঘূর্ণায়মান অবস্থায় রড থেকে খসে পড়েছে। এতে ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোররাতে কলেজের শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের ২০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শিক্ষার্থীরা বলছেন, ফ্যানটি কেনা হয় বছরখানেক আগে। যার ওয়ারেন্টি ছিল ১০ বছরের। নিম্নমানের ফ্যানের কারণেই এমনটি ঘটেছে।
ছাত্ররা জানায়, এ বিষয় আমরা প্রথমে কলেজ প্রশাসনকে জানানো হবে। তারা যদি ব্যবস্থা গ্রহণ না করে তা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এক ছাত্র বলেন, ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে দেখি সিলিংফ্যানটি নিচে পড়ে আছে। ফ্যানটি মাথার ওপর পড়লে হয়তো ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারত। এ ঘটনাটি সহজে এড়িয়ে যাওয়ার মানে হয় না।
শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমি বিষয়টি শুনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। সিলিংফ্যানগুলো গত বছর নেয়া। একসঙ্গে প্রায় শতাধিক ফ্যান নেয়া হয়েছিল।
তিনি বলেন, ক্লাসরুমেও এই ফ্যান ব্যবহার করা হয়েছে। আমি অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করব। এ ছাড়া ৭ দিনের মধ্যে ছাত্রাবাসের সব ফ্যান চেক করব।