Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীদেবীর মেয়ের কাছে পাত্তা পেলেন না শাহরুখের ছেলে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০২:১৭ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০২:১৭ PM

bdmorning Image Preview


শ্রীদেবীর মৃত্যুর পর বড় মেয়ে জাহ্নবী বলিউডে যাত্রা শুরু করেন। বড় বোনের মতোই রূপালি পর্দায় হাঁটতে চান খুশি কাপুর। শোনা যাচ্ছে, করণ জোহরের হাত ধরেই অভিষেক ঘটবে খুশির।

এদিকে খুশির বিপরীতে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের অভিষেকের আভাস পাওয়া গিয়েছে। তবে আরিয়ানের প্রতি কোন আগ্রহ নেই খুশির।

সম্প্রতি নেহা ধুপিয়ার উপস্থাপনায় টিভি শো 'নো ফিল্টার নেহা' তে উপস্থিত হয়েছিলেন শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশি। সেখানেই নেহা খুশির কাছে জানতে চান শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, চাঙ্কি পান্ডের ভ্রাতুষ্পুত্র অহন পান্ডে ও জাভেদ জাফরির ছেলে মিজান জাফরি এ তিন তরুণের মাঝে নিজের অভিষেক সিনেমায় সহকর্মী হিসেবে কাকে চান খুশি? সবাইকে অবাক করে দিয়ে আরিয়ান খানকে এড়িয়ে গিয়ে অহনের কথা বললেন খুশি।

খুশি কাপুর বলেন, তার প্রথম ছবির নায়ক কে হবে, তা ঠিক করে দেবেন বাবা বনি কাপুর। যদি খুশির পছন্দে বাবা আগ্রহ না দেখান, তবে বোঝানোর চেষ্টা করবে কাপুর কন্যা। ‘আমি কনভিন্স করতে পারব, কারণ আমি বাবার ফেভারিট,’ বলেন খুশি।

এদিকে আরিয়ানের বাবা শাহরুখ খান আগেই জানিয়ে রেখেছিলেন, অভিনেতা নন, চিত্রনির্মাতা হতে চান আরিয়ান খান। তাই আপাতত সিনেমায় আসার কোনো সম্ভাবনাই নেই তার।

Bootstrap Image Preview