আগামী ৫ জুলাই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে। সেই বিয়ের দাওয়াত দিতে ও দোয়া চাইতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছিলেন বাবা-ছেলে।
গণভবন সূত্রে জানা যায়, আজ দুপুরে ছেলেকে সঙ্গে নিয়ে গণভবনে আসেন সোহেল তাজ। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বেশকিছু সময় কাটান।
আজ মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীকে ছেলের বিয়ের দাওয়াত দিয়ে বেরিয়ে এসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন সোহেল তাজ।
সোহেল তাজ বলেন, ‘আমার ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদের বিয়ে আগামী ৫ জুলাই, দাওয়াত আর দোয়া নিতে আপার সাথে। ওর জন্য আপনাদের সবার দোয়া কামনা করি।