Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৭:১৮ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৭:১৮ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

সনাক সাতক্ষীরার সহ-সভাপতি তৈয়েব হাসান বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, জেলা নাগরিক আনোদলন মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলু, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপী, আইন ও শালিস কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক শীফা হাফিজা, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা শাখার সাধারন সম্পাদিকা জোছনা দত্ত, মহিলা নেত্রী ফরিদা আক্তার বিউটি, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।

বক্তারা এ সময় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Bootstrap Image Preview