Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় মানবাধিকার পরিস্থিতি ও আমাদের করণীয় শীর্ষক সভা

সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৭:৩২ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৭:৩২ PM

bdmorning Image Preview


বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও আমাদের করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে।

হিউম্যান রাইটস বিল্ডার্স ফোরাম সাতক্ষীরার আয়োজনে এবং আইন ও শালিস কেন্দ্রের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব হল রুমে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মানবাধিকার কর্মী প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আইন ও শালিস কেন্দ্রের নির্বাহি পরিচালক শীফা হাফিজা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ওবায়দুস সুলতান বাবলু, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলু, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, সদস্য সচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্বল, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, আসক উপ-পরিচালক নীনা গোস্বামী, জেলা জেএসডি সভাপতি সুধাংশ শেখর, হিউম্যান রাইটস বিল্ডার্স ফোরামের সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ।

বক্তারা এ সময় দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Bootstrap Image Preview