Bootstrap Image Preview
ঢাকা, ০২ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ১৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ে করতে বসেও পাবজিতে মত্ত বর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৯:৩৭ AM
আপডেট: ০১ মে ২০১৯, ০৯:৩৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তরুণ প্রজন্ম এখন মেতে আছে পাবজিতে মজেছেন। মুঠোফোন কিংবা ল্যাপটপ পেলেই হলো, ব্যাস তারপর ঘন্টার পর ঘন্টা পাবজিতে ডুবে কিভাবে যে কেটে যায় তার খেয়াল থাকে না।

শিক্ষার্থীদের ক্ষেত্রে এই গেম পড়াশুনার ক্ষতি করছে বলে ভারতে পাবজি ব্যানের আওয়াজও তুলেছিলেন অনেকে। তবে এটা বলা ভুল যে শুধুমাত্র তরুণ প্রজন্মের মধ্যেই জাঁকিয়ে বসেছে। পাবজির যথেষ্ট প্রভাব পড়েছে প্রাপ্ত বয়স্কদের মধ্যেও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একজন ভারতীয় তরুণ যে কিনা বিয়ে করতে বসেও মত্ত পাবজি নিয়ে। আশ্চর্যের হলেও এটাই সত্যি।

বরের পাশে বসা তার স্ত্রীর মুখটি দেখলে বোঝা যাচ্ছে যে দারুন বিরক্ত তিনি। অন্যদিকে বর বাবাজি সম্পূর্ণ মত্ত পাবজিতে। এমনকি ভিডিওতে কেউ তার হাতে এসে গিফট ধরলেও পাবজী থেকে চোখ সরাতে নারাজ তরুণ, উপরন্তু বেশ অস্বস্থিবোধ করছেন তিনি।

Bootstrap Image Preview