Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ ছুটিতে দেশে ফিরলেন মালিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০১:৩২ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


বিশ্বকাপ আসরকে সামনে রেখে সবার আগে ইংল্যান্ডের মাটিতে পাঁ রেখেছে পাকিস্তান দল। বিশ্বকাপ আসর শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষে তারা এক ম্যাচ টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এই সিরিজে দল থেকে হঠাৎই দেশে ফিরে গেছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। এ বিষয়ে পাকিস্তান বোর্ডও সুনিদিষ্ট ভাবে কিছু জানায়নি। 

মালিকের দেশে ফেরা প্রসঙ্গে পিবিসি জানিয়েছে, ‘বাড়ি ফিরে ব্যক্তিগত ঝামেলা মেটাতে শোয়েব মালিককে ছুটি দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ১০ দিন পরে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। পিসিবি এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না এবং শোয়েবের গোপনীয়তার প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবে সেই আশা করা হচ্ছে।’

এদিকে আগামী রোববার টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ৮ মে মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এ দুটি ম্যাচে মালিককে পাচ্ছে না পাকিস্তান। পাকিস্তান দলের সাথে দুজন বাড়তি ক্রিকেটার হিসেবে মোহাম্মদ আমির ও হাসান আলী রয়েছেন। তাই এই ম্যাচে ম্যাচ তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল।

Bootstrap Image Preview