Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভয়ঙ্কর রুপে আসছে ‘ফণী’, সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০১:৫১ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০১:৫১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এরই মধ্যে সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌযানগুলোকে উপকূল থেকে দূরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, প্রচণ্ড শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে অগ্রসর হতে শুরু করেছে ফণী। দক্ষিণ/পশ্চিম ও তৎসংলগ্ন দক্ষিণ/পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বুধবার (১ মে) বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৮৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস জানান, ঘূর্ণিঝড় ফণী ভয়ঙ্কর আকারে রূপ নিয়েছে। দ্রুত গতিতে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। এটি মূলত ভারতের ওড়িশায় আঘাত হানবে, তবে বাংলাদেশেও এর যথেষ্ট প্রভাব রয়েছে। আগামী শনিবার (৩ মে) বা রবিবার (৪ মে) ফণী আঘাত হানতে পারে।

Bootstrap Image Preview