'শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই' এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবী মানুষের দাবি ও অধিকার প্রতিষ্ঠায় রূপগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা মে) সকাল ১০টায় উপজেলা জাতীয় পরিবহন শ্রমিক লীগ, শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ ও কাঞ্চন মুড়াপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাঞ্চন মুড়াপাড়া আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেলায়েত হোসেন ভূঁইয়া বলেন, পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী একজন শ্রমিক বান্ধব মানুষ। তিনি রূপগঞ্জ উপজেলার শ্রমিকদের জন্য অনেক কিছু করেছেন। বন্ধ কারখানা খুলে দিয়ে বেকারত্ব দূর করে উন্নয়নের পথ প্রসারিত করেছেন। তাই আমরা গোলাম দস্তগীর গাজীকে উপজেলার এমপি হিসেবে পেয়ে গর্বিত।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কাঞ্চন মুড়াপাড়া আঞ্চলিক শাখার সহ-সভাপতি আফতাব আহমেদ,সাধারণ সম্পাদক আবু জাবের বাবুল, গোলাকান্দাইল জাতীয় পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোঃ ইয়াছিন মোল্লা, নেওয়াজ রফিক, দেলোয়ার, আবুল, মুজাম্মেল, দুলাল, তালাল, সজিব, লিটন, নুর আলম ও নবারুন জুট মিলস্ সি বি এ নেতৃবৃন্দ, উত্তরা জুট মিলস্ সি বি এ নেতৃবৃন্দসহ সকল পেশার শ্রমিক ও এলাকাবাসী।