Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লড়াইটা দেশের জন্য, বাংলাদেশের জন্য: মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০২:৪৭ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০২:৪৭ PM

bdmorning Image Preview


আয়ার‌ল্যান্ড ও ইংল্যান্ড সবমিলিয়ে অন্তত আড়াই মাসের সফরে গেলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাই বিমানে চড়ার আগে দেশবাসির দোয়া চাইলেন ক্রিকেটারা।

নিজের টুইটার ও ফেসবুক পেজে ছবিসহ পোস্ট দেন মুশফিকুর রহিম। ক্যাপশনে তিনি লেখেন ‘লড়াইটা দেশের জন্য। বাংলাদেশের জন্য। আয়ারল্যান্ড এবং বিশ্বকাপ খেলতে যাচ্ছি সবাই দোয়া করবেন।’ এদিকে দলের ক্রিকেটারদের সঙ্গে নিয়েবেশ কয়েকটি ছবিসহ পোস্ট দিয়ে দোয়া চান পেসার তাসকিন আহমেদ।

এছাড়া বিমানবন্দরে গণমাধ্যম্যের মুখোমুখি হয়ে দলের সকলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা ভালো খেলতে চাই। এটা আমাদের নিজেদের মেলে ধরার একটা বড় সুযোগ। আমরাও সেভাবেই চেষ্টা করবো।’

‘প্রথমবার খেলতে যাচ্ছি, খুব স্বাভাবিকভাবেই অনেক এক্সাইটেড’ এভাবে নিজের প্রথম বিশ্বকাপের জন্য উত্তেজনার কথা জানান মুস্তাফিজুর রহমান।

Bootstrap Image Preview