Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মহারাষ্ট্রে মাওবাদী হামলায় ১৬ নিরাপত্তা কর্মী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৩:২১ PM
আপডেট: ০১ মে ২০১৯, ০৩:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের মহারাষ্ট্রে বিচ্ছিন্নতাবাদী সংগঠন মাওবাদীদের হামলায় ১৬ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। পুলিসের গাড়িকে নিশানা করে মাওবাদীরা। তাদের আইইডি বিস্ফোরণে উড়ে যায় নিরাপত্তাকর্মীদের গাড়ি।

বুধবার (১ মে) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

সূত্রে জানা গেছে, গাড়িতে ছিলেন পুলিসের কুইক রেসপন্স দলের ১৬ জন কর্মী। কুড়খেডা থেকে যাচ্ছিলেন তারা। জাম্বোরখেডা ও লেন্ডহারির মাঝে ঘটে বিস্ফোরণ। মৃত্যু হয়েছে অন্তত ১৬ জন পুলিস কর্মীর। এরপরই মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিস। দুপক্ষের মধ্যে চলছে গুলির লড়াই।   

আজ সকালে রাস্তা তৈরির জন্য আনা ২৭টি মেশিন জ্বালিয়ে দেয় নকশালরা। 

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল আধা সেনা ও মাওবাদীদের গুলির লড়াইয়ে উতপ্ত হয়ে উঠেছিল গাডচিরোলি। চলতি বছরের জানুয়ারেই কুরখেডা, কোরচি ও পোটেগাঁওয়ে গ্রামের গাড়িগুলি জ্বালিয়ে দিয়েছিল মাওবাদীরা। 

Bootstrap Image Preview