জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মানের কাজে কর্মরত শ্রমিকদের নিয়ে “শ্রমজীবীদের পাশে নির্ভয়” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন “নির্ভয়”।
বুধবার(পহেলা মে) সকাল ১০ টা থেকে ১২:৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন ছাত্রী হলে নিয়োজিত শ্রমিকদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, শ্রম আইন ও অধিকার, কাজের সময় নিরাপত্তা ও জরুরী পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সম্পর্কে ধারণা প্রদান করে সংগঠনটি। এছাড়া তাদেরকে বিনামূল্যে গামছা প্রদান করে সংগঠন নির্ভয়।
এসময় বিশ্ববিদ্যালয় এর প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র বিষয়ক উপদেষ্টা শেখ সুজন আলী, দোলনচাঁপা হলের হল প্রভোস্ট মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস সহ নির্ভয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুল ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ বিকেলে জাককানইবি সংলগ্ন বিভিন্ন ছাত্র ও ছাত্রীনিবাসে কর্মরত নারী গৃহকর্মীদের নিয়ে একই অনুষ্ঠানের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয়। যেখানে তাদের অধিকার, স্বাস্থ্য ও স্যানিটেশন, বাল্যবিবাহ সম্পর্কে ধারণা প্রদানসহ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এসময় তাদেরকে উপহার হিসেবে বিনামূল্যে তোয়ালে প্রদান করা হয়।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় ২০১৭ সাল থেকে শিশুশিক্ষা নিশ্চিতকরণ ও স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে ।