Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফ্রিতে ৬ দিন প্রবেশ করা যাবে ফ্যান্টাসি কিংডমে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০১৯, ১০:৩১ PM
আপডেট: ০১ মে ২০১৯, ১০:৩১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ফ্যান্টাসি কিংডমের ১৭ বছর পূর্তিতে সবার জন্য প্রবেশ উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ মে থেকে ৬ মে পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। এই দিনগুলোতে ফ্রিতে প্রবেশ করা যাবে। তবে প্রবেশমুখে শুধু ২০০ টাকার রাইড কুপন কিনতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ বছর পূর্তিতে ফ্যান্টাসি কিংডম সবার বিনোদনকে বাড়িয়ে তুলতে ও দর্শনার্থীদের উদ্বু্দ্ধ করতে প্রবেশ ফ্রি করেছে।

প্রসঙ্গত, ফ্যান্টাসি কিংডম যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে আশুলিয়ার জামগড়ায়। ১৭ বছরের যাত্রায় এটি পরিণত হয়েছে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিনোদনকেন্দ্রে। এর সঙ্গে ফ্যান্টাসি কিংডমের পরিধিও বেড়েছে।

শুরুটা ছিল শুধু ড্রাই পার্ক দিয়ে তার সঙ্গে যুক্ত হয়েছে ওয়াটার পার্ক, যা ওয়াটার কিংডম নামে পরিচিত। আরো যুক্ত হয়েছে হেরিটেজ পার্ক, যা এখন হেরিটেজ কর্নার নামে পরিচিত।

Bootstrap Image Preview