Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে: আতিকুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ১২:৩৮ PM
আপডেট: ০২ মে ২০১৯, ১২:৩৮ PM

bdmorning Image Preview


জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা যেখানে বাস করি তার আশেপাশের অবস্থা কী, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের আয়োজিত ‘জঙ্গিবাদ বিরোধী’ র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

র‌্যালিটি গুলশান থানা চত্বরে সামনে থেকে শুরু হয়। পরে র‌্যালিটি গুলশান ইয়ুথ ক্লাব ঘুরে আবার থানা চত্বরে এসে সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।

মেয়র আতিকুল আরও বলেন, আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কে কোথায় আছে সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন সময় এসেছে কারোও বিষয়ে সন্দেহ থাকলে বা হলে সেই তথ্য আমাদেরকে জানাতে হবে।

সন্ত্রাসবাদ মোকাবেলায় বনানী সোসাইটি, গুলশান সোসাইটি একইসঙ্গে কাজ করছে। এভাবে দেশের সব জায়গায়, ইউনিয়ন পর্যায়েও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Bootstrap Image Preview