Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০২:১১ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


রাজধানীর মহাখালী রেলগেটে ট্রেনের ধাক্কায় শিমুল সূত্রধর (২০) প্যারামেডিকেলের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রঞ্জিত সূত্রধরের ছেলে। 

বুধবার (১লা মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শিমুলের মামা রিন্টু জানায়, মহাখালী রেলগেট দিয়ে হাঁটার সময় কমলাপুরগামী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় শিমুল। পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানায়, শিমুল প্যারামেডিকেলে তিন মাসের একটি কোর্স করার পাশাপাশি ফার্মগেট এলাকায় কোচিং করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানায়, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Bootstrap Image Preview