Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বক্সনগরের চিলেকোটা থেকে গলাকাটা লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৪:২৪ PM
আপডেট: ০২ মে ২০১৯, ০৪:২৪ PM

bdmorning Image Preview


রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডের বক্সনগর থেকে গলাকাটা লাশ উদ্ধার করছেন পুলিশ । পলাতক তিন জনকে আটকের চেষ্টা পুলিশ।

বুধবার (০১ মে) দিবাগতরাতে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শাহআলী থানার পুলিশ বক্সনগরের একটি চিলেকোটা থেকে মানিকুর রহমান নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে।

মানিকুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। এরআগে সিআইডির ক্রাইমসিন টিম এসে আলামত সংগ্রহ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্যারেজ মালিক জিতু কিছুদিন আগে বাসাটি ভাড়া নেয়। বাসাটিতে জিতুসহ ৫ জন একসাথে থাকতো। বুধবার রাতে, শাহ আলী থানায় গিয়ে বাসায় একটি মৃতদেহ পড়ে থাকার খবর দেন, আরাফাত নামের একজন। পরে মানিকুর রহমান নিনু নামে একজনের গলাকাটা লাশ পায় পুলিশ।

আরাফাতকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে বাকি তিন জন পলাতক রয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করেনি পুলিশ।

Bootstrap Image Preview