ঘূর্ণিঝড় ফণী নিয়ে আতঙ্কের কারণ নেই বলে একটু সাবধানতা অবলম্বন করলেই ক্ষয়ক্ষতি মোকাবিলা করা সম্ভব বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শুক্রবার (০৩ মে) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে এ কথা বলেন হানিফ।
হানিফ বলেন, ফণী নিয়ে আতঙ্কের কারণ নেই। একটু সাবধানতা অবলম্বন করলে ক্ষয়ক্ষতি মোকাবিলা করা সম্ভব।
ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সরকার ও আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিকভাবে ঘূর্ণিঝড় ফণী পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঝড় পরবর্তী পরিস্থিতির জন্য আওয়ামী লীগ মেডিকেল টিম ও ত্রাণ নিয়ে প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।