Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রাবন্তীর তৃতীয় বিয়েতে বেশি আনন্দ করেছে ছেলে ঝিনুক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০২:৩৬ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview


কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর বিয়ের খবর নিয়ে যে গুঞ্জন সৃষ্টি হয়েছিল সিনে পাড়ায়, তার সত্যতা সামনে এলো। টালিউডের এই অভিনেত্রী নিজেই তার বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের কোনো কমতি ছিল না এই বিয়ের অনুষ্ঠনে। রোশন সিংয়ের সঙ্গে সম্পন্ন হয়েছে শ্রাবন্তীর তৃতীয় বিয়ের অনুষ্ঠান। 

এবার শ্রাবন্তী জানালেন, এই বিয়েতে না কি সবচেয়ে বেশি আনন্দ করেছে তার প্রথম পক্ষের ছেলে ঝিনুক।

তিনি বলেন, ঝিনুক পরিণত একটি ছেলে। তার সমর্থন আমাকে শক্তি দিয়েছে নতুন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সে বিয়ের অনুষ্ঠানে ছিল এবং সাদা কুর্তা ও পায়জামা পরে আনন্দ করেছে।

এই বিয়ে নিয়ে ছেলে ঝিনুকের কোনো আপত্তি নেই তাও জানালেন। তিনি বলেন, আমি কখনও ঝিনুকের মতামত ছা়ড়া কাজ করি না। সে অনেক খুশি। ও চায় আমি যেন ভালো থাকি। আর এখন তো রোশন আর ঝিনুকের মধ্যে খুব ভালো সম্পর্ক। বন্ধুর মতো মিশে তারা দুজন।

গত বছর ৭ জুলাইয়ের পর থেকে তাদের মন বিনিময় হয়। মজা করে শ্রাবন্তী জানালেন, নজর আমার জীবনে কেউ হস্তক্ষেপ করুক। আমি জ্যোতির্শাস্ত্র বিশ্বাস করি। আমার একজন গুরু আছেন। গত তিনি আমাকে বলেছিলেন যে, আমি যেন আমার বিয়ের ব্যাপারে কাউকে না বলি। এই কারণে গোপনে বিয়ে করেছেন তিনি। কলকাতায় আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। আমি চাইনি ।

Bootstrap Image Preview