Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমাকে ‘আইটেম গার্ল’ বললে সপাটে চড় মারবো: মালাইকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৪:০৯ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৪:০৯ PM

bdmorning Image Preview


বলিউডের জনপ্রিয় তারকা মালাইকা অরোরা।  বলিউডের জনপ্রিয় সব গান ছাঁইয়া ছাঁইয়া, মুন্নি বদনাম হুয়ি, আনারকলির মুখ তিনি। তাঁর নাচের তালে মেতেছে উত্তর থেকে দক্ষিণ। কিন্তু ‘আইটেম’ শব্দটি নিয়ে প্রবল আপত্তি রয়েছে মালাইকা অরোরার ।

তাঁর কারণেই বলিউডে বিখ্যাত হল ‘আইটেম সং’। দিল সে ছবিতে ট্রেনের উপর শাহরুখ খানের সঙ্গে তাঁর জনপ্রিয় ছাঁইয়া ছাঁইয়া মনে নেই এমন দর্শক বোধহয় নেই। কিন্তু সেই মালাইকা আরোরাই বেজায় চটলেন তাঁর সেই সব গানকে আইটেম নম্বর বলায়। অকপট মালাইকের স্পষ্ট জবাব। কেউ তাঁকে আইটেম বললে সপাটে চড় কষাবেন গালে।

সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে মালাইকা জানিয়েছেন, ‘আজ পর্যন্ত আমি যে কয়টা গানের সঙ্গে নাচ করেছি সম্পূর্ণ নিজের মর্জিতে করেছি। কেউ কখনও কোনও জোর খাটায়নি। যদি কখনও মনে হত, যে আমাকে গানটিতে পণ্য হিসেবে পেশ করা হচ্ছে, তাহলে আমি নিজেই সেই কাজ ছেড়ে বেরিয়ে আসতাম। আমাকে বোকা ভাবার কোনও কারণ নেই।’

গানগুলির ইঙ্গিতপূর্ণ কথা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে মালাইকা বলেন, ‘তাঁর কখনওই মনে হয়নি ওই গানগুলি শালীনতার সীমা অতিক্রম করেছে কখনও।’

যদিও ‘আইটেম’ শব্দটি নিয়ে তাঁর প্রবল আপত্তি আছে, তবে এই ধরনের গান ছবিতে ব্যান করার পক্ষপাতী একেবারেই নন তিনি।

Bootstrap Image Preview