Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ নিহত ৩ 

এম এ মোমেন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৬:০৮ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview


নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ ৩ জন নিহত হয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল ৬টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা গেটের সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী অভিমুখে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী তয়েজ এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী একটি বাস ওয়াপদা ২নং গেটের সামনে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় ইজিবাইক চালক মিন্টু। এতে গুরুতর আহত হয় ইজিবাইকের দুই যাত্রী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায় ইজিবাইকের যাত্রী আফতাব হোসেন ও আব্দুর রহিম। নিহতের বাড়ি ঢেলাপীর আবাসনে।

এ ঘটনায় বাস চালককে গ্রেফতার ও নিহতের ক্ষতিপূরণের দাবিতে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করেছে এলাকাবাসীরা।

পরে সকাল ১১টায় আন্দোলনকারীদের সাথে সৈয়দপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা শেষে অবরোধ তুলে নেয়া হয়।   


 

Bootstrap Image Preview