Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধাক্কা দিয়ে ছেলেকে বাঁচিয়ে ট্রাকের নিচে প্রাণ দিলেন বাবা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৬:৫০ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৬:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেকে বাঁচাতে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন নূর হোসেন (৫০) নামে এক বাবা। এ ঘটনায় রিকশাচালকও নিহত হয়েছেন। এতে সামান্য আহত হয়েছেন ছেলে নোমান (৩০)।

বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিকশার যাত্রী নূর হোসেন (৫০) ও চালক আকাশ (১৭)।

নিহত নূর হোসেন ঢাকার গুলিস্তানের কাপ্তান বাজারের মুরগি ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মঞ্জুরখোলা গ্রামের মোহাম্মদ আলী মিয়ার ছেলে। নিহত রিকশা চালক আকাশ নেত্রকোনার মোহনগঞ্জের সাতু গ্রামের মাজাহারুলের ছেলে। তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জে আটি ওয়াপদা এলাকায় ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদশা আলম জানান, আদমজী থেকে ঢাকাগামী একটি ট্রাক (চট্টমেট্রো-শ-১১-১৮৫৬) দ্রুত গতিতে এসে রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মারা যান। অপরদিকে রিকশার যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

নিহত নূর হোসেনের ছোট ভাই সিরাজ বলেন, আমার বড় ভাই ঢাকায় কাপ্তান বাজারে মুরগির ব্যবসা শেষে ছেলে নোমানকে নিয়ে বাসায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। ছেলেকে বাঁচাতে তিনি তাকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন। এতে নোমান বেঁচে গেলেও তিনি ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান।

নিহত রিকশাচালকের বড় বোন বলেন, মায়ের কাছে দোয়া চেয়ে আমার ভাই রিকশা নিয়ে বের হয়েছিল। আয়-রোজগার করতে গিয়ে প্রথম দিনেই সে মারা গেল।

Bootstrap Image Preview