Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তীব্রভাবে কেঁপে উঠল মঙ্গল, শোনা গেল শব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৭:০২ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ০৭:০২ PM

bdmorning Image Preview


বছরের পর বছর মঙ্গলে ঘাঁটি বেঁধে বসেছিল নাসার যান। এলিয়েন থেকে পানি, কিসের সন্ধান চলেনি এই লালগ্রহে। কিন্তু চমকে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি এত বছরে। এরপর গত এপ্রিলে যা ঘটল তাতে রীতিমতো শিহরিত বিজ্ঞানীরা।

নাসার যানের সিসমোমিটারে ধরা পড়ল তীব্র কম্পন। পৃথিবীতে যাকে সবাই ভূমিকম্প বলেই জানে। সেরকমই তীব্র কম্পন অনুভূত হয়েছে মঙ্গলে।

তার আগে প্রবল ঝড় চলেছে। রীতিমতো গোঙানির মত শব্দ শোনা গেছে সেই ঝড়ের। তারপরেই শুরু হয় কম্পন।

সিসমোমিটারের গ্রাফের অস্বাভাবিক উত্থান পতন দেখেই রীতিমত শিহরিত হয়ে ওঠেন বিজ্ঞানীরা। এই প্রথম পৃথিবী ছাড়াও সৌর মণ্ডলের অন্য কোনো গ্রহে কম্পন দেখতে পেলেন বিজ্ঞানীরা।

এ নিয়ে শুরু হয়ে গেছে জোর জল্পনা। পৃথিবীর সঙ্গে আরও একটি মিল খুঁজে পেলেন তারা। এর আগে মঙ্গলে পানির উৎস্যের সন্ধানে নেমেছিলেন তারা। তাতে নদী খাতের আকৃতির বেশ কিছু চিহ্ন মঙ্গলের মাটিতে দেখতে পেয়েছিলেন তারা।

এমনকি কয়েকদিন আগে পর্যন্ত মঙ্গলে ভিনগ্রহীদের বাস আছে বলে দাবি করতে শুরু করেছিলেন একাধিক বিজ্ঞানী। যতিই এই দাবির সত্যতা প্রমাণে কোনও প্রমাণ তারা দেখাতে পারেননি। তাই পানির অস্তিত্বের খোঁজে মরিয়া হয়ে উঠেছিলেন বিজ্ঞানীরা। এই খোঁজের যুদ্ধে অন্তত একটি সূত্র তো মিলে গেল।

Bootstrap Image Preview