Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ফণী’র তাণ্ডব থেকে রক্ষা পেল না সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টেও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ০৩ মে ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের ওড়িশা রাজ্যে প্রথমে আঘাত হেনে তাণ্ডবলীলা শুরু করা ঘূর্ণিঝড় ফণী পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে মধ্যরাতে। এর আগে সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হলেও পরে গতিবেগ পরিবর্তন করে ঘূর্ণিঝড়টি।

ভারতের মধ্য দিয়ে অতিক্রম করে বাংলাদেশে ঢোকার আগে কিছুটা দূর্বল হয়ে পড়তে পারে ‘ফণী’।

তবে শুক্রবার (৩ মে) সকাল থেকেই ভারতের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। ওড়িশায় প্রাণ হারিয়েছেন দু’জন।

ঘূর্ণিঝড় ‘ফণী’র তাণ্ডবলীলা ছুঁয়ে গেছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টকেও। ভূপৃষ্ঠ থেকে ২১ হাজার ফিট উচ্চতায় এভারেস্টের ক্যাম্প ২ এ ‘ফণী’র ঝাপটায় লণ্ডভণ্ড হয়ে গেছে পর্বতারোহীদের ২০ টি তাঁবু।

এভারেস্টের অভিযাত্রীদের একটি সংগঠনের জেনারেল সেক্রেটারি ঈশ্বরী পৌডেলের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে গেছে এভারেস্টের ওপর দিয়ে। কিন্তু এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Bootstrap Image Preview