Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফণীর আঘাতে দুই জেলায় নিহত ৩, আহত ২৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৯:৪০ AM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৯:৪০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বরগুনা ও নোয়াখালীতে ৩ জন নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় আহত হয়েছে ২৫ জন। এর মধ্যে শতাধিক ঘর-বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বরগুনা ঝড়ের আঘাতে নিহতরা হলেন- নুরজাহান (৬০) ও তার নাতি জাহিদুর (৯)। জাহিদুর বাঁধঘাট এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে।

এই প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে নোয়াখালীর সূর্বণচর, হাতিয়া, কোম্পানীগঞ্জের বসতঘরের নিচে চাপা পড়ে ইসমাইল হোসেন নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অন্তত ২৫ জন আহত ও শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

বরগুনার পাথরঘাটা উপজেলায় চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামের বাঁধঘাট এলাকায় প্রচণ্ড ঝড়ো বাতাসে কাঠের ঘর ভেঙে পড়লে দাদি ও নাতির মৃত্যু হয়।

স্থানীয়দের তথ্য মতে, ইব্রাহিম হোসেনের বাড়িটি কাঠের তৈরি ছিল। জাহিদুর বাড়ির একটি কক্ষে তার দাদি নুরজাহানের সঙ্গে ঘুমিয়েছিল। হঠাৎ ঝড়ো হাওয়ায় ঘরটি ভেঙে পড়লে জাহিদুর ও তার দাদির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরদুয়ানি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মিয়া জানান, ঘূর্ণিঝড়ের ঝড়ো বাতাসে ইউনিয়নের আরও ৪০-৪৫টি ঘর উড়ে গেছে। এ ঘটনায় কতজন আহত হয়েছেন তা জানাতে পারেন নি শাহিন মিয়া।

এদিকে শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে আঘাত হানে ফণী। নিহত ইসমাইল সুবর্ণচরের চর আমানউল্যা ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে অনেককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, সন্ধ্যা থেকে জেলায় বৃষ্টি ও বাতাস শুরু হয়। গভীররাতে হঠাৎ জেলার সুবর্ণচর ও সদর উপজেলার কয়েকটি স্থানে আঘাত করে টর্নেডো।

কয়েক মিনিটের টর্নেডোতে বিধ্বস্ত হয় দুটি উপজেলার শতাধিক কাঁচা বাড়িঘর। এ সময় চর আমানউল্যা এলাকায় একটি ঘর ভেঙে পড়লে মায়ের কোলে থাকা অবস্থায় চাপা পড়ে শিশু ইসমাইল নিহত হয়। এ ছাড়া বিভিন্ন স্থানে অন্তত ২৫ জন আহত হয়েছে।

একজন নিহত হওয়ার বিষয়টি স্থানীয় চর আমানউল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview