Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড় ফণী নিয়ে যা বলেন বলিউড তারকারা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১০:৪৩ AM
আপডেট: ০৪ মে ২০১৯, ১০:৪৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভয়াভয় ঘূর্ণিঝড় ফণীর আক্রমণ শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি অঞ্চলে। এ নিয়েই দুদেশের মানুষ এখন আতঙ্কে। সংশ্লিষ্ট অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়া, পশুপাখি ও মালামাল সংরক্ষণ নিয়েও দেয়া হয়েছে আলাদা নির্দেশনা। তবে থেমে নেই বলিউড তারকারা। তারা নিজদের অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের জন্য দিয়েছেন বার্তা।

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন টুইটারে লিখেছেন, উড়িষ্যার উপকূলে সাইক্লোন ফণীর কারণে দুর্ঘটনা ঘটছে, বিধ্বংসী হচ্ছে। সকলের নিরাপত্তার জন্য আমার প্রার্থনা।

অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন লিখেছেন, যারা সাইক্লোন ফণীর কাছাকাছি আছেন সকলের জন্য প্রার্থনা। নিরাপদে থাকুন।

অভিনেত্রী তামান্না ভাট লেখেন, উড়িষ্যা, অন্ধপ্রদেশ ও পশ্চিম বাংলার মানুষদের জন্য আমার প্রার্থনা। সকলে বাসার ভেতরে অবস্থান করুন এবং একে অপরের সাহায্যে এগিয়ে আসুন।

অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লেখেন, নিরাপদে থাকুন, শক্ত হন।

বলিউড অভিনেতা ও পরিচালক রাহুল বোস লেখেন, আমাদের রাগবি খেলোয়াড়দের সঙ্গে উড়িষ্যায় সংযোগ আছে। এখান থেকে আমাদের অনেক সেরা পুরুষ ও মহিলা খেলোয়াড় এসেছে। আমাদের চিন্তা তাদের ও তাদের পরিবারের জন্য আছে। আমরা একে অপরের পাশে আছে।

Bootstrap Image Preview