Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশে উন্নয়নের রাজনীতি চলছে: খালিদ মাহমুদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১০:৪৮ AM
আপডেট: ০৪ মে ২০১৯, ১০:৪৮ AM

bdmorning Image Preview


আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন ক্ষমতা দখলের রাজনীতি নেই আছে উন্নয়নের রাজনীতি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোচাগঞ্জ উপজেলার সাতইল ইউনিয়নের জংলীপীর উচ্চ বিদ্যালয় মাঠে ৩টি গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফখরুল হাসানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী সভায় আমাকে সদস্য করেছেন । সেই স্থান থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা শতভাগ প্রদান করব । আর অল্প কিছুদিনের মধ্যে বোচাগঞ্জ উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে । স্বল্প সংখ্যক বাড়িতে বিদ্যুতের সংযোগ দিতে পারলেই শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে বোচাগঞ্জ উপজেলা ।

প্রতিমন্ত্রী স্থানীয জনপ্রতিনিধিদেরকে নির্দেশ প্রদান করে বলেন এলাকায় যেন কোন ধর্মীয সম্প্রীতি বিনষ্ট না হয । এলাকায যেন কোন সংঘাত সৃষ্টি না হয়, এখন তো ক্ষমতা দখলের রাজনীতি নেই।

উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করে প্রতিমন্ত্রী আরোও বলেন, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে । যারা এ সকল কর্মকাণ্ডের সাথে জড়িত হবে তাদেরকে অবশ্যই আইনের আওতায আনতে হবে।এ ক্ষেত্রে কোন ছাড নেই । এলাকার কোমলমতী মানুষেরা যেন দু'চার মানুষের কারণে ক্ষতিগ্রস্ত না হয। সেদিকে খেযাল রাখতে হবে ।

স্থানীয় এলাকাবাসীকে নির্দেশ প্রদান করে তিনি বলেন, যারা নিজের অজান্তে নদীর জায়গা দখল করেছেন সেই সকল জায়গা ছেড়ে দেন । বর্তমান সরকার ও ভূমি মন্ত্রণালয় এ জায়গা অত্যন্ত কঠোর । দখলকৃত জায়গা কেউ নিজের মধ্যে রাখতে পারবে না।

নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মন্ত্রিসভা গঠনের পর সবচেয়ে বড চ্যালেঞ্জ ছিল ঢাকার আশেপাশের চারটি নদী দখলমুক্ত করা। ঢাকার আশেপাশে চারটি নদীর দখলমুক্ত করার জন্য যে অভিযান চলছে তা চলবেই নদী দখলমুক্ত করতে সরকার পিছপা হবে না । যত বড ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন? নদী দখলমুক্ত করা হবেই এখান থেকে পিছপা হওযার কোনো সুযোগ নেই । কোন ব্যক্তি বা গোষ্ঠীর চেয়ে সরকার বা রাষ্ট্র ছোট হতে পারে না । রাষ্ট্র অনেক বড শক্তিশালী কেউ দমিয়ে রাখতে পারবেনা।

এ সময় আরোও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, সাতইল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, দিনাজপুর পল্লী বিদ্যুতের জিএম হরিপদ বর্ম্মন ও উপজেলা বিদ্যুৎ বিভাগের এজিএম ও প্রমুখ।

Bootstrap Image Preview