Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সংবাদপত্রের মালিকরা মাফিয়া হয়ে উঠছেন: মোল্লা জালাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview


যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশে গণমাধ্যম, অধিকারকর্মী ও মত প্রকাশের চর্চাকারীদের ‘হত্যা, হুমকি ও পেশাগত কাজে বাধা’ দেয়ার ঘটনা বেড়ে যাওয়ার বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ডয়চে ভেলে

এ প্রসঙ্গে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি মোল্লাা জালাল শনিবার ডয়চে ভেলেকে বলেন, হত্যা, হুমকি, পেশাগত কাজে বাধা তো আছেই। কিন্তু তার চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে বিনা নোটিশে চাকরিচ্যুতি। অনেক মালিক তো বেতনই বন্ধ করে দিয়েছেন। ফলে চাকরি রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ। আপনার চাকরি যদি না থাকে, তাহলে স্বাধীনতা দিয়ে কী হবে? আগে তো চাকরি রক্ষা করা দরকার।

তিনি আরও বলেন, সাংবাদিকরা কাজ করেন রাষ্ট্রের স্বার্থে, মানুষের পক্ষে। কিন্তু সংবাদপত্রের মালিকরা মাফিয়া হয়ে উঠছেন। হুট করেই চাকরি থেকে বাদ দিচ্ছেন। এগুলো দেখার দায়িত্ব তো রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র যখন এদিকে মনোযোগ না দেয়, তখন মালিকরা মাফিয়া হয়ে ওঠেন। ফলে হত্যা বা হুমকির ঘটনা এখানে চাপা পড়ে যাচ্ছে।

Bootstrap Image Preview