Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৩:৩৬ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৩:৩৬ PM

bdmorning Image Preview


উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে ছাড়া পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

শনিবার দুপুরে নরসিংদী কারাগার থেকে তিনি মুক্তি পান বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানিয়েছেন।

তিনি বলেন, “উনি (শিমুল) উচ্চ আদালতের জামিন পেয়ে বেলা সাড়ে ১২টায় নরসিংদী কারাগার থেকে মুক্তি পান। ৪৫০ দিন কারাগারে ছিলেন তিনি।”

গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজার রায়ের পর শিমুল বিশ্বাসকে পুরনো ঢাকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তরের মাঠে স্থাপিত অস্থায়ী আদালত এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Bootstrap Image Preview