Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্ষমা চাইলেন বিরাট কোহলি  ও  এবি ডি’ভিলিয়ার্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview


২০১৯ আইপিএলেও খালি হাতে বিদায় নিচ্ছে বিরাট কোহলির  নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ 

শনিবার ঘরের মাঠে দ্বাদশ আইপিএলে শেষ ম্যাচ খেলতে নামছে বিরাটরা৷ শেষ ম্যাচ খেলতে নামার আগে আপ অ্যান্ড ডাউন পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্সের দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও এবি ডি’ভিলিয়ার্স৷

বিরাট-এবিডিদের কাছে অবশ্য শেষ ম্যাচ সম্মানের লড়াই৷ জয় দিয়েই মরশুম শেষ করতে চাই আরসিবি৷ আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বৃষ্টিতে পাঁচ ওভারের লড়াইও শেষ হয়নি৷

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল এক পয়েন্ট করে পেয়েছে৷ সেই ম্যাচেও সমর্থকরা পাশে থাকায় উচ্ছ্বসিত এবিডি৷ তিনি বলেন,‘শেষ মাচ ছিল পাঁচ ওভারের গেম৷ রেজাল্ট না-হলেও এই ম্যাচ আমার জীবনের অন্যতম স্মরণীয় ম্যাচ৷’

Bootstrap Image Preview