Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লুঙ্গি, গামছাকে জাতীয় পোশাক করার দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৮:৫৯ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৮:৫৯ PM

bdmorning Image Preview


শাড়ি, ব্লাউজ, লুঙ্গি, গামছা ও পাঞ্জাবি এই পাঁচটি পোশাককে বাঙালির জাতীয় পোশাক করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন কর্মচারী।

শনিবার (৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। বিল্লাল হোসেন মৃধা নামে এই ব্যক্তি ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চতুর্থ শ্রেণির কর্মচারি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা কোমলমতি ছোট্ট শিশুদের বর্ণমালা শিক্ষাদানের সময় জাতীয় ফুল, ফল, মাছ, পশু-পাখি ও আরও অনেক কিছু শিখিয়ে থাকি। কিন্তু দুঃখের বিষয় সেখানে জাতীয় পোশাকের কথা উল্লেখ থাকে না। বাংলাদেশের স্বাধীনতার ৪৮ বছর পার হলেও ঐতিহ্যগত বস্ত্রের কথা কারও মনে জাগ্রত হয়নি।’

তিনি বলেন, ‘সার্কভুক্ত দেশ নেপাল ভূটান সকল রাষ্ট্রগুলো তাদের নির্দিষ্ট ঐতিহ্যগত পোশাক পরিধান করে বিভিন্ন দেশ ভ্রমণ করে। আমরাও জাতীয় পোশাক পরিধান করে বিশ্ব ভ্রমণ করতে চাই।’

বিল্লাল হোসেন মৃধা বলেন, ‘আমি একজন অভিবাবক হিসেবে সবার কাছে এই দাবি জানাতে চাই। ক্যাম্পাসে এই পোশাক পরিধান করার কারণে অনেককে আমি অপমাণিত হতে দেখেছি। আমাদের মুক্তিযুদ্ধে নর-নারী মুক্তিযোদ্ধারা লুঙ্গি, গামছা, শাড়ি, ব্লাউজ পরিধান করেই গেরিলাযুদ্ধ ও রণসংগীতে অংশগ্রহণ করেছিলেন।’

এসময় তিনি পাঁচটি পোশাককে জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি পাঁচটি পোশাককে জাতীয়করণ করতে বিভিন্ন যুক্তিও তুলে ধরেন। সেগুলো মধ্যে-এসব পোশাক বাঙালির পূর্বপুরুষের ঐতিহ্য, ছেলে-মেয়েরা বিদেশি সংস্কৃতি ও পোশাকের প্রতি অতিমাত্রায় ঝুঁকছে উল্লেখযোগ্য।

এছাড়াও বিল্লাল হোসেন এই দাবিতে ক্যাম্পাসে এক মাস ধরে প্ল্যাকার্ড বহন করে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। তিনি কবিতাও লিখেন। ক্যাম্পাসে ১৯৮৮ সাল থেকে তিনি অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে তার এক সন্তান প্রথম বর্ষে অধ্যায়ণরত রয়েছেন।

Bootstrap Image Preview