Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিটি গোল্ডের দুল নিতে নারীর কান ছিঁড়ল ছিনতাইকারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৯:২৩ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৯:২৩ PM

bdmorning Image Preview


রাজধানীর গুলিস্তানে রুনা আক্তার (৩০) নামে এক নারীর কান ছিঁড়ে দুল নিয়ে গেছে ছিনতাইকারী। এখন সিটি গোল্ডের গহণা পরেও নারীরা নিরাপদ নয়।

শনিবার সকালে রিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন ওই নারী।

তবে ছিনতাইকারীর নেওয়া দুলটি সিটি গোল্ডের বলে জানান রুনা আক্তার। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পরিবার নিয়ে থাকেন ওই নারী। তার স্বামীর নাম সেলিম রেজা।

রুনা আক্তার বলেন, ‘শরীর অসুস্থ থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শনিবার সকালে মেয়ে রিদিকা ও ছোট বোনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম। গুলিস্তান গোলাপ শাহ মাজার পার হওয়ার সময় হঠাৎ রিকশাটি ব্রেক করে। এ সময় রিকশার পেছন থেকে হুডের ফাঁকা জায়গা দিয়ে এক ছিনতাইকারী বাম কানের দুল ধরে জোরে টান দেয়। কান ছিঁড়ে দুলটি নিয়ে যায়। ভয়ে আমি চিৎকারও দিতে পারিনি। কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে’।

তিনি জানান, ওই অবস্থায় ঢাকা মেডিকেলে আসলে চিকিৎসকেরা কানের ক্ষত স্থানে সেলাই দেন। পরে বাসায় চলে আসি।

তিনি আরও বলেন, কানের দুলটি সিটি গোল্ডের ছিল। এ জন্য থানা-পুলিশের ঝামেলাতে যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, ওই নারীকে হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview