Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লণ্ডভণ্ড গ্রীণ বাংলার বাস নিহত ৪, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মাসুদা ভাট্টি

রাজবাড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ১০:১৮ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ১০:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজবাড়ির আলাদীপুর বাজার এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন বাসের পেছনের মাইক্রোবাসের থাকা দৈনিক আমাদের নতুন সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদা ভাট্টি ও তার খালাসহ অন্তত ২০ জন।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার আলাদীপুর বাজার এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। তাদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাসের যাত্রী সাতক্ষীরার বাসিন্দা রওশন আলী ও আছমা আক্তার ডলি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম জানান, গ্রীণ বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। আর ট্রাকটি রাজবাড়ী থেকে গোয়ালন্দমোড়ের দিকে যাচ্ছিলো। গাড়ি দুটি আলাদীপুর বাজার এলাকায় এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে বাসের পেছনে থাকা একটি মাইক্রোবাস বাসের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার কারণে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Bootstrap Image Preview