ক্রিকেট খেলুড়ে সব দেশকেই টি-টোয়েন্টি স্ট্যাটাস দেয়ার পর, খেলাটির বিশ্বায়নের লক্ষ্যে প্রথমবারের ৮০ দলের র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত সেই র্যাঙ্কিংয়ে ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলতে পেছনে ফেলেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা আমাদের সবার কাছে পরিচিত ফুটবল খেলুড়ে দেশ হিসেবে। তাই যদি প্রশ্ন করা হয় ফুটবলের মধ্যে সেরা টিম কে? কেউ বলবে ব্রাজিল আবার কেউ বলবে আর্জেন্টিনা। এখন যদি প্রশ্ন করা হয় ক্রিকেটে সেরা টিম কে? বেশির ভাগ মানুষই উত্তর দিতে পারবেন না। মানুষ উল্টো প্রশ্ন দাতাকে প্রশ্ন করবে আর্জেন্টিনা ও ব্রাজিল ক্রিকেট খেলে নাকি? প্রশ্ন টা ও কিন্তু অযৌক্তিক নয়।
কারণ আমরা এই দুই দেশকে চিনি ফুটবল পরাশক্তি হিসেবে। কিন্তু ক্রিকেট এখন গুটি কয়েক দেশের মধ্যে সিমাবদ্ধ নয়। ক্রিকেট এখন ছড়িয়ে পড়েছে ইউরোপ- আমেরিকা মহাদেশে।
আইসিসি টি-টোয়েন্টিতে ৮০ দলের র্যাংকিং প্রকাশ করেছে। আর আইসিসির এই প্রকাশিত র্যাংকিং এ ব্রাজিল থেকে ঢের এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ৩১ রেটিং পয়েন্ট নিয়ে ৫৬ তম স্থানে আছে আর্জেন্টিনা। অন্যদিকে ১২ রেটিং পয়েন্ট নিয়ে ৬৯ তম স্থানে আছে ব্রাজিল। দুই দলই এখনও আইসিসির ওয়ানডে স্ট্যাটাস পায় নি।