Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোবাইল ব্যবহার করায় ৩৭ জনের বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ০৫ মে ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিন দিনে ৩৭ জন  চালকের বিরুদ্ধে করেছেন।

ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম জানান, সম্প্রতি রাজধানীর একাধিক সড়ক দুর্ঘটনা ঘটনা বিশ্লেষণ করলে দেখা গিয়েছে, ‘এই দুর্ঘটনা পিছনে মোবাইল ব্যবহারের বিষয়টি কোনো না কোনো জড়ির’। তাই বর্তমানে এই বিষয়ে শক্ত অবস্থান নিয়েছি। আর জন্য ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি আমরা।  

তিনি আরো বলেন, ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে সামনের দিনগুলোতে।

Bootstrap Image Preview