Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবার তরবারি জমা দেওয়ার নির্দেশ দিল শ্রীলঙ্কা পুলিশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১১:৪১ AM
আপডেট: ০৫ মে ২০১৯, ১১:৪১ AM

bdmorning Image Preview


সম্প্রতি ইস্টার সানডে’র ভয়াবহ বোমা হামলার পর শ্রীলঙ্কার নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে দেশেটির জনগণকে সকল ধরণের তরবারি ও বড় আকারের ছুরি নিরাপত্তা বাহিনীর কাছে জমা দেয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা শনিবার এক ঘোষণায় তরবারি ও ছুরির পাশাপাশি কারো কাছে পুলিশ বা সেনাবাহিনীর পোশাক থেকে থাকলে তাও নিকটস্থ থানায় জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার থেকে এ নির্দেশ বাস্তবায়ন শুরু হয়েছে এবং আজ রোববার দিনের শেষ পর্যন্ত এর বাস্তবায়ন চলবে।

তবে পুলিশের নির্দেশ মেনে কেউ এই সময়ের মধ্যে এসব অস্ত্র বা পোশাক থানায় জমা দিলে তার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে কিনা তা গুনাসেকারা জানাননি।

অবশ্য পুলিশ বলেছে, প্রতিদিনের বৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত চাকু বা ছুরি এই নির্দেশের আওতায় আসবে না। গত ২১ এপ্রিলের রক্তক্ষয়ী হামলার পর থেকে তল্লাশি অভিযান চালাতে গিয়ে এ পর্যন্ত শত শত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র জব্দ করেছে শ্রীলঙ্কার পুলিশ।

২১ এপ্রিল কয়েকটি গির্জা ও হোটেলে চালানো ধারাবাহিক আত্মঘাতী হামলায় অন্তত ২৫০ জন নিহত হন।

এদিকে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী ২১ এপ্রিলের ভয়াবহ হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা শনিবার বলেছেন ওই ভয়াবহ হামলায় জড়িত সন্দেহভাজন ২৫ থেকে ৩০ ব্যক্তি এখনো পলাতক রয়েছে।

Bootstrap Image Preview