Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিএমপি’র অভিযানে মাদকসহ ৪৬ জন গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১১:৫৬ AM
আপডেট: ০৫ মে ২০১৯, ১১:৫৬ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫৬ গ্রাম ২২৬০ পুরিয়া হেরোইন, ৯০০ গ্রাম গাঁজা, ৫০৫ বোতল ফেন্সিডিল, ৮২টি ইনজেকশন ও ৩৬০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

০৪ মে, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুন্তাসিরুল ইসলাম জানান, আমরা প্রধানমন্ত্রী নির্দেশনা মেনে মাদক ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে প্রতিনিয়ত ঢাকার  বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করছি। আর তারি ধারাবাহিকতার অংশ হিসাবে ০৪ মে থেকে ৫মে পর্যন্ত অভিযান পরিচালনা করে এই ৪৬ জনে গ্রেফতার করার হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩১টি মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview