Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে নতুন ইতিহাস গড়লেন প্ররাগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১২:১২ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview


শনিবার আইপিএলে দিল্লি ক্যাপিটার্সের বিপক্ষে ম্যাচ হেরে আসর শেষ করেছে রাজস্থান রয়্যাল। তবে এই ম্যাচে রাজস্থান হারলেও তাদের হয়ে নতুন রেকর্ড স্থাপন করেছেন রিয়ান প্ররাগ। আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

শনিবার কোটলায় প্ররাগের ব্যাটে লজ্জা বাঁচিয়েছে রাজস্থান রয়্যালস৷ এদিন কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করে দলের স্কোর একশোর গণ্ডি টপকাতে সাহায্য করেন প্ররাগ৷ মাত্র ৫৭ রানে ৬ উইকেট হারানো রয়্যালস ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে একা লড়াই করেন রিয়ান৷ ৪৯ বলে ৫০ রানে ইনিংসের শেষ বলে আউট হন তিনি৷ ইনিংসে ২টি ছক্কা ও চারটি বাউন্ডারি মারেন প্ররাগ৷

হাফ সেঞ্চুরি হাঁকানোর সময় তার বয়স ১৭ বছর ১৭৫। এতে তিনি  পিছনে ফেলেছে আগের কনিষ্ঠ হাফ-সেঞ্চুরি য়ান সাঞ্জু স্যামসনের রেকর্ডটি৷ ২০১৯-এ আইপিএল অভিষেক হয় প্ররাগের৷ এখনও পর্যন্ত সাতটি ম্যাচে ১৬০ রান রয়েছে তাঁর৷ গড় ৩২৷ 

Bootstrap Image Preview