Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

থাই ও বাঙ্গালি নারী দিয়ে স্পা’র আড়ালে অশ্লীল কর্মকাণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


ভারতের ইন্দোরের একটি স্পা সেন্টারে সম্প্রতি অভিযান চালিয়ে  অশ্লীল কর্মকাণ্ড প্রমাণ পেয়েছে পুলিশ।  হাতে নাতে ধরা পড়ে থাইল্যান্ডের তিন মহিলা ও ৭ ভারতীয় বাঙ্গালি ।

পুলিশ ইন্সপেক্টর নোলাসকো ব়্যাপোসো জানান, তাদের কাছে তথ্য ছিল শহরের একাধিক স্পা সেন্টারে দীর্ঘদিন ধরে অশ্লীল কর্মকাণ্ড চলছে। আর এর সূত্র ধরে ইন্দোরের এই স্পাতে অভিযান চালিয়ে হাতে নাতে প্রমাণ পাওয়া যায়। এ সময় ১০ জন নারীসহ প্রচুর  নগদ ভারতীয় টাকা ও বিভিন্ন মুদ্রা উদ্ধার করা হয়।

নোলাসকো ব়্যাপোসো আরো জানান, থাইল্যান্ডের তিন মহিলাসহ আটক ৭ বাঙ্গালি নারীর বিষয়ে অনুসন্ধান চলছে। কারণ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বর্তমানে অনেক নারী আমাদের দেশের বিভিন্ন জায়গাতে দেহ ব্যবসার সাথে জড়িত আছে। তিনি আরো বলেন এই কর্মকান্ডের সাথে আন্তর্জাতিক স্তরে এই দেহব্যবসার যোগ রয়েছে কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায় , গত এপ্রিলেই গোয়াতে এমনই একটি ব়্যাকেটের সন্ধান পায় পুলিশ। ধরা পড়ে দুই আফগান নাগরিক, যার মধ্যে একজন আফগান সরকারের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি-র সদস্য ।

Bootstrap Image Preview