Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উলুকান্দিতে মধ্যরাতে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ১২:৪৮ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ১২:৪৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি পূর্বপাড়ায় শনিবার রাতে আমেনা বেগম (৭০) নামের এক নারীকে হাত-পা-মুখ বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান,  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে, কারা, কেন তাঁকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসী জানান, আমেনা বেগম ওই এলাকায় দোচালা টিনের ঘরে একাই থাকতেন। গতকাল শনিবার মধ্যরাতে মশারি দিয়ে আমেনা বেগমের হাত-পা-মুখ বেঁধে দেওয়া হয়। পরে কেরোসিন বা কোনো দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর চিৎকার শুনে আশপাশের স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। আগুন নেভানোর আগেই তিনি মারা যান। আগুনে ওই বৃদ্ধার থাকার চৌকি পুড়ে গেছে।

Bootstrap Image Preview