Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: মির্জা ফখরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০২:৪৭ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০২:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সংসদে না যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল, এখন যাওয়ার সিদ্ধান্তটা সঠিক হয়েছে। সংসদের ভেতরে বাইরে আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ছাত্রফোরামে আয়োজনে সাবেক বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর ৪র্থ স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

এখন আমরা কিছুই করতে পারছি না উল্লেখ করে তিনি বলেন, সস্তা স্লোগান দিলে চলবে না। আমাদের পথ বের করতে হবে। পজিটিভ চিন্তা করতে হবে।

‘আমরা বসে থাকব না। পথ খুঁজব। দেশে সুশাসন নেই। বিচার বিভাগসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।’

নেতাকর্মীদের বক্তব্যের জবাবে তিনি বলেন, আমাদের দলে এতোটুকুও সমস্যা নেই। দল ঐক্যবদ্ধ আছে।

খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, সরকার তার জামিন দিতে সরকার ভয় পায়। কারণ দেশনেত্রীকে মুক্তি দিলে হ্যামিলিয়নের বাশি ওয়ালার মতো তার পেছনে মানুষ ছুটে আসবে।

তিনি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা দরকার। কারারুদ্ধ অবস্থায় তার স্বাস্থ্যের কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।

নাসির উদ্দিন পিন্টুর স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে কারাগারে হত্যা করা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন আলী, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

Bootstrap Image Preview