Bootstrap Image Preview
ঢাকা, ০৩ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ১৯ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার ক্যান বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, জবাব চাইলেন হাইকোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান কীভাবে ১৬০ টাকা বিক্রি করা হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে আগামী ১২ মে’র মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ভোক্তা অধিকার আইনের একটি মামলার শুনানিতে বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ প্রশ্ন করেন।

৪০ টাকার স্প্রাইটের ক্যান কীভাবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চারগুণ বেশি দামে ১৬০ টাকা বিক্রি হচ্ছে, সে বিষয়ে প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার আইনে একটি মামলা করেন এক ভোক্তা।

মামলার শুনানিতে আদালত প্রশ্ন রাখেন- কোন নীতিমালা বা আইনের ভিত্তিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেল একটি নির্ধারিত পণ্যের দাম চারগুণ বেশি রাখে?

আদালত আরও বলেন, সেবার ক্ষেত্রে প্রায়ই বেশি দাম রাখার অভিযোগ পাওয়া যায় নামিদামি হোটেলগুলোর বিরুদ্ধে।

তবে আদালতের প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষের আইনজীবী।

আগামী রোববারের মধ্যে দাম বেশি রাখার কারণ দর্শানোর জন্য ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Bootstrap Image Preview