Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৪:৫৮ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৪:৫৮ PM

bdmorning Image Preview


ঝালকাঠি শহরে অভিযান চালিয়ে স্থানীয় হোগলাপট্টি এলাকার তাহমিনা কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ মে) বেলা ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম এ অভিযান পরিচালনা করেন কোচিং সেন্টার বন্ধ করে দেয়।

ভবিষ্যতে কোচিং সেন্টার পরিচালনা করবেন না মর্মে পরিচালক শিক্ষক দম্পতি নুরুল ইসলাম ও তাহমিনা বেগম মুচলেকা দেন।

সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন্নেছা বেগম জানান, সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করে আসছিল শিক্ষক দম্পতি। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় শিক্ষার্থীদের পড়ানো অবস্থায় দুই শিক্ষককে পাওয়া যায়। তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। 

Bootstrap Image Preview