Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গমাতা গোল্ডকাপ বিজয়ীদের সংবর্ধিত করলো নান্দাইলের সাংবাদিকরা

মো. রমজান আলী, নান্দাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৯:৪৩ PM
আপডেট: ০৫ মে ২০১৯, ০৯:৪৭ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


ময়মনসিংহের নান্দাইল উপজেলা কর্মরত সাংবাদিকগণ সদ্য সমাপ্ত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর প্রমিলা বিজয়ী দলকে সংবর্ধিত করেছেন।

রবিবার (৫ মে) নান্দাইল উপজেলা সদরে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে বিজয়ী পাচঁরুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রমীলা ফুটবল দলকে এই সংবর্ধনা দেওয়া হয়।

প্রেসক্লাব নান্দাইলের সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে ও সেক্রেটারী শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান ভূইয়া বাবুল, হান্নান মাহমুদ, অরবিন্দ পাল অখিল, আলম ফরাজী, লেখক আব্দুল হামিদ রতন, পৌর কাউন্সিলর শাহ আলম মাহীন, সদ্যনির্বাচিত প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জল, নান্দাইল প্রমীলা ফুটবলের টিম ম্যানেজার দেলোয়ার হোসেন উজ্জল প্রমুখ।

এসময় নান্দাইলে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ ও প্রমীলা ফুটবল দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দলের টিম ম্যানেজার, কোচ ও দলের প্রত্যেক খেলোয়াড়কে ক্র্যাস্ট প্রদান করা হয়।

Bootstrap Image Preview