Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহজাদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ১১:০৮ AM
আপডেট: ০৬ মে ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের শাহজাদপুর সরিষাকোল দক্ষিণপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে কাওসার হোসেন (১৩) তার দাদা আব্দুল মান্নানের সাথে বাড়ির পাশের ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে।

রবিবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের ফুপা এ্যাডভোকেট মহসীন আলম জানান, গোসলের সময় সবার অগোচরে কাওসার গভীর পানিতে চলে যায়। ফলে সে আর পানি থেকে উঠতে না পেরে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর ডোবার পানিতে তার লাশ ভেসে উঠলে বাড়ির লোকজন লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করে।

এ দিকে এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্না ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। এদিন বাদ আছর জানাজা শেষে সরিষাকোল কবরস্থানে তার লাশের দাফন সম্পন্ন করা হয়। 

Bootstrap Image Preview