স্পেন বাংলা প্রেসক্লাবের আয়োজনে 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' পালন করা হয়েছে।
শনিবার (৪ মে) বার্সেলোনায় ডট মিডিয়া সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বার্সেলোনায় কর্মরত বাংলা গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
স্পেন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বনি হায়দার মান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফাজ জনির পরিচালনায় 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস' পালনের অনুষ্ঠানে বক্তারা দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
বক্তারা 'গণতন্ত্রের জন্য গণমাধ্যম' প্রসঙ্গে আলোচনায় বলেন, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন ও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপকে প্রতিহত করতে হবে। প্রবাসে বাংলা গণমাধ্যমকর্মীদের দায়বদ্ধতা এবং করণীয় প্রসঙ্গ নিয়েও বক্তারা আলোচনা করেন।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন- স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ ফয়জুল হক রানা, প্রচার সম্পাদক এম লায়েবুর রহমান, প্রথম সদস্য মিরন নাজমুল, সদস্য মো. ছালাহ উদ্দিন, ছালেহ আহমদ সোহাগ ও জাফর হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা কামরুল মোহাম্মদ ও ব্যবসায়ী শফিক আহমদ।
প্রসঙ্গত, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে' বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে।