Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুরুতর ইনজুরিতে কেদার যাদব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের আগে অলরাউন্ডার কেদার যাদবের চোট নিয়ে উদ্বেগে ভারতীয় দল। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ কাঁধে চোট পান কেদার। তিনি প্লে-অফের ম্যাচে খেলবেন না বলে জানিয়েছেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং। কেদারের চোট কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না।

বিসিসিআই-এর পক্ষ থেকে আইপিএল-এর দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যে ক্রিকেটাররা বিশ্বকাপের দলে আছেন, তাঁদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ভারতীয় দলের ক্রিকেটারদের চোট যাতে না লাগে, সেদিকে নজর দেওয়া হচ্ছে। সেই কারণেই কেদারকে প্লে-অফের ম্যাচে খেলানোর ঝুঁকি নিচ্ছে না চেন্নাই।

গতকালের ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ফ্লেমিং জানান, ‘সোমবার কেদারের চোটের জায়গায় এক্স-রে ও স্ক্যান করা হবে। আমরা ওর চোট সেরে যাওয়ার বিষয়ে আশাবাদী। তবে এই প্রতিযোগিতায় ও আর খেলবে বলে মনে হয় না। ওর কিছুটা অস্বস্তি হচ্ছে। ওর চোট কতটা, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। আশা করি চোট গুরুতর নয়। তবে দেখে খুব একটা ভাল মনে হচ্ছে না।

Bootstrap Image Preview