Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশীয় নাটকে অস্ট্রেলিয়ার অভিনেত্রী মানিকা হোপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


দেশীয় নাটকে অভিনয় করলেন অস্ট্রেলিয়ার অভিনেত্রী মানিকা হোপ। নাটকের নাম ‘দ্য ব্র্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’। রূপান্তরের রচনায় এটি নির্মাণ করেছেন রহমতুল্লাহ তুহিন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে জানান এর নির্মাতা।

রহমতুল্লাহ তুহিন জানান, এই নাটকে যারা টেকনিক্যাল সাপোর্ট ও ক্যামেরার পেছনে কাজ করেছেন তারা প্রত্যেকে অস্ট্রেলিয়ান। নাটকের চরিত্রগুলো বাংলা ও ইংরেজি ভাষায় দর্শকের সামনে সংলাপ বলবে।

নাটকের গল্প প্রসঙ্গে এই নির্মাতা জানান, যেসব বাংলাদেশিরা এই দেশে বিয়ে করে সংসার করছেন তাদের অনেকেই একটা সময় তাদের বাবা-মাকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসেন। বাবা-মায়ের সঙ্গে স্ত্রী-সন্তানদের ভাষাগত অনেক সমস্যা দেখা দেয়। নাটকে তেমনই কিছু গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

‘দ্য ব্র্যান্ড নিউ ফ্রেন্ডশিপ’ নাটকে অস্ট্রেলিয়ার অভিনেত্রীর পাশাপাশি আরও অভিনয় করেছেন ডলি জহুর, জাকিরুল হায়দার, শাফিন আহমেদসহ অনেকে।

Bootstrap Image Preview