Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মেয়াদোত্তীর্ণ তেল পুনরায় বোতলজাত করায়, পুষ্টিকে ৭৫ লাখ টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ০৬ মে ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


পুষ্টি সয়াবিন তেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান সুপার অয়েল রিফাইনারি লিমিটেডকে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ মাধ্যমে মেয়াদোত্তীর্ণ সয়াবিন তেল পাইপলাইনে ঢুকিয়ে পুনরায়  বোতলজাত করার দায়ে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

প্রতিষ্ঠানটি বাজারের অবিক্রীত তেল সংগ্রহ করে তা পাইপলাইনে দিয়ে বোতলজাত করে ‘পুষ্টি মোড়ক’ লাগিয়ে পুষ্টির নকল তেল বাজারজাত করে আসছিল।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় সুপার অয়েল রিফাইনারি লিমিটেডে (পুষ্টি সয়াবিন তেল প্রস্তুতকারক) প্রতিষ্ঠানে রবিবার (৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব ও বিএসটিআই’র সহযোগিতায় এই অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেন্ট মো. সারওয়ার আলম।
তিনি জানান, বাজারের অবিক্রীত মেয়াদোত্তীর্ণ তেল ফেরত এনে পাইপলাইনে ঢুকিয়ে নতুন করে বোতলজাত করছে প্রতিষ্ঠানটি, যা সত্যিই অবিশ্বাস্য এবং কষ্টকর। এছাড়াও তাদের কোয়ালিটি কন্ট্রোল ল্যাবের (QC lab) ৮০ ভাগ রাসায়নিক পদার্থের মেয়াদ উত্তীর্ণ হয়েছে আরও কয়েক বছর আগে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৭৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Bootstrap Image Preview